বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে আসছে। ধাপে ধাপে প্রস্তুতি প্রায় শেষের পথে। গর্ভগৃহে রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠার আগেই বসে গেল সোনার দরজা। এই সোনার দরজার ভেতরেই সুরক্ষিত থাকবেন অযোধ্যার রাজা রাম।
সোনার জরজার উচ্চতা ১২ ফুট আর চওড়া ৮ ফুট। এই সোনার দরজা খুললে তবেই মিলবে রাম লাল্লার দর্শন। শুঝু এটিই নয় আরও ১৩টি সোনার দরজা বসবে রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরে মোট ৪৬টি দরজা বসবে। তার মধ্যে ১৪টি সোনার দরজা।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলবে। যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অযোধ্যার রাম মন্দিরের ৪৬টি দরজার মধ্যে ৪২টি দরজায় বসবে সোনার পাত। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন উত্তর প্রদেশের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে যোগী সরকার। এমনকী সেদিন রাজ্যের কোথাও কোনও মদ বিক্রি হবে না। ২২ জানুয়ারি উত্তর প্রদেশে ড্রাই ডে থাকবে।
ইতিমধ্যেই শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন যোগী আদিত্যনাথ। কুম্ভ মেলার মডেলে সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আগামী ১৪ জানুয়ারি আলাদা করে স্বচ্ছতা অভিযান চালানো হবে বলে ঘোষণা করেছে যোগী সরকার। ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলাল্লার মূর্তি প্রতিস্থাপিত হবে। প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরে। সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য ৭০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নেতা মন্ত্রীরা তো থাকবেনই সেই সঙ্গে থাকবেন দেশের তাবর শিল্পপতি। রতন টাটা থেকে শুরু করে আদানি, আম্বানি সকলেই উপস্থিত থাকবেন এখােন। এছাড়াও একাধিক রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও বামেরা যাবে না বলে জানিয়েছে। এদিকে শিবসেনা আমন্ত্রণ না পেলেও যাবে বলে হুঁঙ্কার দিয়েছে। প্রায় ৪০০০ সন্ন্যাসী এদিন উপস্থিত থাকবেন অযোধ্যায়। প্রধানমন্ত্রী মোদী আগেই অনুরোধ করেছেন রাম ভক্তদের সেদিন অযোধ্যায় না এসে যেন সকলে নিজের বাড়িতে প্রদীপ জ্বালান।
অযোধ্যাকে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে। সেখানে পর্যটকদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখতে আসার জন্য হোটেলের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। পর্যটকের ঢল নামবে অযোধ্যায় এমন আশঙ্কা করেই উদ্বোধনের দিন অযোধ্যা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। এদিকে অযোধ্যাকে সাজিয়ে তুলতে কোনও রকম খামতি রাখেননি যোগী সরকার। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন অযোধ্যায় চলবে ইলেকট্রিক বাস। রাম পথ এবং ধর্মপথ এই দুটি রাস্তায় ইলেকট্রিক বাস চালানোর কথা ঘোষণা করেছে যোগী সরকার।