বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে রাম মন্দির। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সরযূ নদীর তীরের শহরে গত কয়েকদিন ধরেই উৎসবের মেজাজ। সোমবার যেন সবথেকে বড় উৎসব। দেশের নক্ষত্ররা রবিবার সন্ধ্যা থেকেই অযোধ্যায় উপস্থিত হতে শুরু করেছেন। আজ সোমবার রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে থেকে শুরু হয়েছে আচার-অনুষ্ঠান।

রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠানের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, রাম লালার মূর্তিতে সাদা ফুল ও তুলসীর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।সকাল থেকেই শুরু হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার।কলসের জল দিয়ে শোধন করা হয়েছে মূর্তি ও মন্দির চত্বর।

রবিবার (২১ জানুয়ারি) সারাদেশের বিভিন্ন তীর্থস্থান থেকে আনা ১১৪টি কলশে(কলসি) আনা “ওষুধযুক্ত জল এবং পবিত্র জল” দিয়ে রাম লালা মূর্তিকে স্নান করানো হয়েছিল, কারণ রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল। রবিবার ছিল ষষ্ঠ দিন। রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, পুজোর আচার অনুষ্ঠান গভীর সন্ধ্যা পর্যন্ত চলে, অযোধ্যায় নির্মাণাধীন রাম মন্দিরের আচার-অনুষ্ঠানে ভগবান রামের পুরনো মূর্তিও পূজা করা হচ্ছে।
ভারতের প্রায় পবিত্র তীর্থক্ষেত্র থেকেই পবিত্র জল পাঠানো হয়েছে। এছাড়াও নিয়ম নিধি মেনেই গত ৬ দিন ধরে চলেছে একের পর এক অনুষ্ঠান।চেন্নাই এবং পুনে সহ বিভিন্ন স্থান থেকে আনা বিভিন্ন ফুল ব্যবহার করে পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে মন্দিরের ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং তাঁর পরিবার এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সভাপতি ডঃ রাম নারায়ণ সিং উপস্থিত ছিলেন।

রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল, সরয়ু নদী থেকে শুরু হয়েছিল এবং আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই অনুষ্ঠানের সমাপ্তি হবে। রাম লালার নতুন মূর্তি, ছোটবেলার পুরানো রূপে গত ১৭ জানুয়ারি মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে।

সোমবার বেলায় রাম মন্দিরে রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান পরিচালিত হবে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমাজের সর্বস্তরের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সারা দেশ থেকে নির্বাচিত পুরোহিতদের দ্বারা পরিচালিত হবে। লক্ষ্মী কান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *