বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরকেই ৫৫০ বছরের অপেক্ষার অবসান ঘটবে। নিজের ভবনে অধিষ্ঠান করবেন রামলালা। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন দেশবাসী। দেশের বিভিন্ন প্রান্তে তার জন্য উৎসব অনুষ্ঠান চলছে। বলিউড তারকারাো তাতে পিছিয়ে নেই।

অযোধ্যার এই বিশাল মন্দির তৈরি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দান এসেছে। সামান্য কর সেবক থেকে শুরু করে সাধারণ ভক্ত সকলেই নিজের সাধ্যমত দান করেছেন। আবার বলিউড তারকারাও বিপুল পরিমাণ অর্থ দান করেছেন অযোধ্যার এই সুবিশাল মন্দির নির্মাণে। মোট ১৮০০ কোটি টাকা খরচ করে মন্দিরটি তৈরি করা হয়েছে।

বলিউড তারকাদের মধ্যে নাম করতে গেলে সবার আগেই যাঁদের নাম করতে হয় তাঁরা হলেন অক্ষয় কুমার, হেমা মালিনী, অনুপম খের। অক্ষয় কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে একটা আলাদা ঘনিষ্ঠতা রয়েছে সেকথা সকলেই জানেন। বাকি ২ জন একটা সময়ে সাংসদ পদে ছিলেন।

গত ১৭ জানুয়ারি বলিউড অভিনেতা অক্ষয়কুমার রাম মন্দির নির্মাণের জন্য অর্থদান করেিছলেন। তবে কতটাকা তিনি দান করেছেন সেকথা জানান নি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছিলেন। অন্যদিকে অনুপম খের রাম মন্দির নির্মামের জন্য ইট দান করেছিলেন। একটি ইট তিনি দান করেছিলে রাম মন্দিরের নির্মাণে। সেকথা জানিয়েও ছিলেন সোশ্যাল মিডিয়ায়। বলিউড অভিেনত্রী হেমা মালিনী দান করেছেন অযোধ্যার মন্দির নির্মাণে। তবে কতটাকা তিনি দান করেছেন সেটা জানা যায়নি। তিনি আমন্ত্রিত রয়েছেন অনুষ্ঠানে। সেই সঙ্গে তিনি নৃত্য পরিবেশনও করবেন।

বলিউডের আরেক অভিনেতা মনোজ যোশীও রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন। হলচল, ধুম, ভাগমভাগ, চুপ চুকে, ভুলভুলইয়ার মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন মনোজ যোশী। সেইসঙ্গে তিনি কতটাকা দান করেছেন সেটাও স্পষ্ট করে জানা যায়নি। বলিউড অভিনেতা গুরমিত চৌধরিও রাম মন্দির নির্মাণে দান করেছেন। তিনি নিজেও টেলিভিশনে রামের অভিনয় করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই দানের কথা জানিয়েছিলেন তিনি। তবে কতো টাকা দান করেছিলেন সেটা স্পষ্ট করে জানা যায়নি।

দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুরেশও দান করেছেন রাম মন্দির নির্মাণে। কন্নড়, তামিল, তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকী দুটি হিন্দি ছবি ভুজ এবং হাঙ্গামা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। রাম মন্দির নির্মাণে ১ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। ক্রিকেটার গৌতম গম্ভীরও রাম মন্দির নির্মামে দান করেছেন। তিনি বিজেপি সাংসদও। গৌতম গম্ভীর ১ কোটি টাকা দান করেছিলেন রাম মন্দির নির্মাণে। শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্নাও দান করেছেন রাম মন্দির নির্মাণে। তিনি ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেছেন।

বলিউড পরিচালক মণীশ মুদ্রাও রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করেছেন। বলিউডের একাধিক নাম করা ছবি মশান, আঁখো দেখি, কড়বি হাওয়ার মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দান করেছিলেন। সিসিএ আন্দোলেন ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলির জন্য ১০ লক্ষ টাকা দান করেছিলেন। দক্ষিণী অভিনেতা পবন কল্যাণও দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য। তিনি ৩০ লক্ষ টাকা দান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *