বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ইনসাফ দেওয়ার বার্তা দিয়ে ৫০ দিন পদযাত্রার পরে ব্রিগেড হয়েছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের ব্রিগেড ছেড়ে যাওয়ার পরে সেখানে প্রচুর কাগজ পড়ে থাকতে দেখা যায়। সভার মানুষজন বাড়ির দিকে যাত্রা শুরু করা পরেই তা সাফাই করতে নেমে পড়েন ডিওয়াইএফআইয়ের স্বেচ্ছাসেবকরা। সেখানেও দেখা গিয়েছে সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

আগে বামেরা ছাড়া কোনও রাজনৈতিক দলকে সভা শেষ হওয়ার পরেই ব্রিগেড পরিষ্কার শুরু করতে দেখা যায়নি। সাধারণভাবে সভার পরের দিন দলের স্বেচ্ছা সেবকরা কিংবা পুরসভার তরফে ব্রিগেড পরিষ্কার করা হয়ে থাকে। সেদিক থেকে দেখথে গেলে এদিনের পদক্ষেপ ছিল একটু আলাদাই। পাশাপাশি সংগঠনের সভাপতি হিসেবে সেই কাজে হাত লাগাতে দেখা যায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

রবিবার মীনাক্ষী ছাড়াও, ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি সাহা, যুব নেতা কলতান দাশগুপ্তদেরও ব্রিগেডের মাঠ পরিষ্কার করতে হাত লাগাতে দেখা যায়। অনেকেই বলছেন সময়ের নিরিখে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।

ব্রিগেডের মালিক ভারতীয় সেনা। সোমবার সকালের মধ্যে ব্রিগেডের ময়দান সেনার হাতে তুলে দিতে হবে। সোমবার সকালে সেনার তরফে মাঠ পরিদর্শন করা হবে। তাই সেনাকে মাঠ ফিরিয়ে দেওয়ার আগে বাড়তি তৎপরতা ডিওয়াইএফআই নেতৃত্বের মধ্যে। ব্রিগেডের মাঠ পরিষ্কার করলেও মাঠে বাঁশের জন্য যে গর্ত করা হয়েছে, তার পূরণ কীভাবে তাড়াতাড়ি করা যা তানিয়ে চিন্তা রয়েছে ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের মধ্যে।
শনিবার থেকে ব্রিগেডে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছিল। সেই সময় সেই কাজ সামনে থেকে সামলেছেন রাজ্য সভাপতি। সভায় ইনসাফ যাত্রা যে থামছে না সেই কথাও শোনা গিয়েছে মীনাক্ষী-সহ সিপিআইএম রাজ্য সম্পাদকের মুখে। লড়াইকে ভোটের বাক্সে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তাঁরা।

২০১৯-এর এপ্রিলে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় সভা শেষ করার ২৪ ঘন্টা পরেই ময়দান অপরিষ্কার রাখার অভিযোগ উঠেছিল গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে। অভিযোগটা করেছিল তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। যদিও বিজেপির তরপে দাবি করা হয়েছিল, তারা ব্রিগেডের ময়দান পুরোপুরি পরিষ্কার করে দিয়েছিলেন।

২০২১-এর বিধানসভা ভোটের আগে সংযুক্ত বাম মোর্চার ব্রিগেডের সভার পরেই সভা ছিল বিজেপির। সেই সময় বিজেপির তরফে ব্রিগেড অপরিষ্কার করে রাখার অভিযোগ তোলা হয়েছিল। যদিও বামেদের তরফে দাবি করা হয়েছিল সভা শেষ করার পরেই সাফাই অভিযান শুরু করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *