বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
প্রবল উত্তেজনা শেষ করে সকাল ৮ টায় শুরু হয়ে গেলো বাংলাদেশের ভোট। বাংলাদেশের নির্বাচন নিয়ে অভিনেতা তথা প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, ‘আমরা এই মুহূর্তটার জন্য অত্যন্ত উদগ্রীব ছিলাম। আমরা অত্যন্ত উত্তেজিত। প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। পুরো দেশের মানুষ ভোটকেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমরা ভোটে জিতব। তিনি বলেন দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের কাজে নিজেদের সামিল করবেন।
এই আবহে ভোট দিয়ে বেরিয়ে ভারতের ভুয়াসী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান যে ভারত আমদের ভরসাযোগ্য বন্ধু। মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে আমার পুরো পরিবারকে হারিয়েছিলাম। ওরা আমাদের আশ্রয় দিয়েছিল।’ তিনি স্মরণ করিয়ে দেন সেই পুরোনো দিনের সব কথা। বিএনপি-সহ একাধিক বিরোধী দল সেই নির্বাচন বয়কট করায় বিরোধী আসনে কোন দল বসবে, তা নির্ধারণ করতেই এবারের ভোটগ্রহণ হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই পরিস্থিতিতে ভোটের দিন উত্তপ্ত হতে পারে পরিবেশ। যা আঁচ করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের জন্য বাংলাদেশে প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্যে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনার ৩৮,১৫৪ জন, বাংলাদেশের নৌসেনার ২,৮২৭ জন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রায় ৪৬,০০০ হাজার সদস্য-সহ প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্যকে ভোটের জন্য নামানো হয়েছে। এক রকম বলা চলে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যেই শুরু হলো বাংলাদেশের ভোট।