বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সামনেই লোকসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও যে কোনও মুহূর্তে ভোটের দিন সময় ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ইতিমধ্যে প্রশাসনের তরফে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রবিবার ফের বাংলায় আসছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তরবঙ্গ থেকেই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে রাহুল গান্ধীর এই কর্মসূচির মধ্যেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। ফলে ব্যাক টু ব্যাক দুই হেভিওয়েটের (Mamata Banerjee-Rahul Gandhi) কর্মসূচি ঘিরে চড়ছে উত্তরের পারদ।
জানা যাচ্ছে, আগামী ২৯ শে জানুয়ারি শিলিগুড়ির উত্তরকন্যার কাছে ফুলবাড়ির ভিডিওকন মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। শনিবার থেকে সেই মাঠে মঞ্চ তৈরির তোড়জোর শুরু হয়ে গিয়েছো। জানা গিয়েছে সেই অনুষ্ঠান থেকে একাধিক সুবিধা মানুষকে প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও একাধিক কর্মসূচি রয়েছে তার।
তার এই সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা দেখা দিয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছেও প্রশাসনের তরফে। অন্যদিকে রাহুল গান্ধীর পদযাত্রা ও সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে।
ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন অধীর চৌধুরী সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা। জানা গিয়েছে আগামীকাল, রবিবার ২৮ জানুয়ারি বেলা দুটো নাগাদ জলপাইগুড়ি পিডব্লুডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন রাহুল গান্ধী। এরপর পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন। সেখানে তিনি সভা করবেন। যদিও সভার অনুমতি প্রশাসন দিচ্ছে না বলে সুর চড়িয়েছে অধীর।
ইন্ডিয়া জোটের সদস্য দাবি করলেও মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। তবে অনুমতি না দিলেও সভা হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। তবে ২৯ তারিখ রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে।
এমনকি দুজনের সাক্ষাৎ হতে পারে কিনা তা নিয়েও জল্পনা। তবে সূত্র বলছে, শিলিগুড়িতে যখন সভা করবেন তৃণমূল সুপ্রিমো সেই সময় রাহুল থাকবেন উত্তর দিনাজপুরে। ফলে দেখা হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে জোট নিয়ে তৃণমূল এবং প্রদেশ কংগ্রেসের সংঘাত তুঙ্গে।
যদিও মমতা ইস্যুতে অনেকটাই নরম কংগ্রেস হাই-কমান্ড। আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে।