বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কপালে তাঁর আঘাত লেগেছে বলে খবর। বর্ধমানের থেকে কনভয়ে সড়কপথে কলকাতার জন্য রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর চোট লেগেছে বলে খবর।
এদিন খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফেরেননি। যদিও বুধবার সকালে কপ্টারেই তিনি বর্ধমান গিয়েছিলেন। সেখানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর গোদার মাঠে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷
কিন্তু কীভাবে চোট লাগল মুখ্যমন্ত্রীর? জানা গিয়েছে, এদিন সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করেন। সভাতে বক্তব্য রাখেন। এদিকে হঠাৎ করেই আবহাওয়ার অবনতি হয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশায় ঢেকে যায় চারপাশ।
সেই কারণে হেলিকপ্টারে আর ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্ব বর্ধমান থেকে কনভয়ে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা হন। গাড়ির সামনের আসনে চালকের পাশে বসেন মুখ্যমন্ত্রী। সভাস্থল থেকে জিটি রোডে ওঠার সময় একটু উঁচু অংশ পেরোতে হয়। সেখানেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ওই উঁচু অংশ পেরিয়ে জোরে ব্রেক কষে। আচমকা ব্রেক কষায় টাল সামলাতে পারেননি মুখ্যমন্ত্রী। ঝাঁকুনিতে মুখ্যমন্ত্রীর কপালে চোট লাগে বলে প্রাথমিক খবর।
সেই চোট কতটা গুরুতর? এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চোট আঘাত পেয়েছেন। উত্তরবঙ্গ থেকে ফেরার সময় খারাপ আবহাওয়াতে দুর্ঘটনার কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আপদকালীন পরিস্থিতিতে হেলিকপ্টার মাটিতে নামানো হয়েছিল। সেই সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন।
স্পেন সফরে গিয়েও তিনি পায়ে চোট পেয়েছিলেন। কলকাতা ফিরে আসার পর তাঁর চিকিৎসা হয়। সম্প্রতি তিনি এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁর ঘাড়ে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। এবার বর্ধমান থেকে ফেরার সময় তিনি কপালে চোট পেলেন।