বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রায় দশ হাজার মানুষকে সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছে শ্রী রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সেই অনুষ্ঠানের গুরুত্বের ওপরে জোর দিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, এই দিন রাজ্যের মানুষের কাছে আতিথেয়তা সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই অনুষ্ঠানটি ভারতের আস্থা, বিশ্বাস, গর্বকে পুনঃপ্রতিষ্ঠিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে অযোধ্যা ধামকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, সেখানে সারা বিশ্বের মানুষ আসতে চলেছেন। সেখানে কাজ করা পুলিশ কর্মীদের আচরণ রাজ্যের ভাবমূর্তিকে প্রভাবিত করবে। তিনি বলেছেন, প্রাণ প্রতিষ্ঠা একটি দীর্ঘ প্রতীক্ষিত অনুষ্ঠান। রামলালার মূর্তির মতো উত্তর প্রদেশকে তাদের আতিথেয়তা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুযোগ। শ্রী অযোধ্যাধামকে একক-ব্যবহারের প্লাস্টিক থেকে মুক্ত করার প্রচেষ্টা করা উচিত।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ওপর থেকে ফুল ছড়ানোর একটি অনুষ্ঠান রয়েছে। রাজ্যের আধিকারিকদের এব্যাপারে তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট ও বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী আধিকারিকদের দেওয়া নির্দেশে বলেছেন, সরয়ূ নদীর পুরনো সেতুতে যান চলাচলের অনুমতি না দিতে। পাশাপাশি তিনি সরয়ূ নদীতে জল পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সারা দেশের সাধু, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশের অতিথিরাও থাকবেন। সব অতিথির জন্য নিরাপত্তা ও সম্মান রক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভিআইপির সঙ্গে একজন করে লিয়াজোঁ অফিসার মোতায়েন করা হবে। রাম মন্দিরের পৌরাণিক, ঐতিহাসিক ও ভৌগলিক গুরুত্ব সম্পর্কে জ্ঞান রয়েছে তাঁদেরই লিয়াজোঁ অফিসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন, ২২ জানুয়ারির পরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত অযোধ্যায় আসবেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে তাঁরা আসবেন। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ছয়মাসের কর্ম পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ২২ জানুয়ারি এব তার পরেও পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ভাল পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, অযোধ্যার সঙ্গে সংযোগকারী প্রধান সড়কগুলিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখতে হবে। দর্শনার্থীদের যাতায়াতের জমন্য বৈদ্যুতিক বাস ও সেগুলির পার্কিংয়ের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *