বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

শেখ শাহজাহান কোথায়? কেন রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না? এই প্রশ্ন প্রতিদিন উঠছে। কলকাতা হাইকোর্ট বুধবারও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তার মধ্যেই চাঞ্চল্যকর বক্তব্য সন্দেশখালির এক সিপিএম নেতার। শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন। তাকে দেখাও গিয়েছে।

স্থানীয় সিপিএম নেতা নিরাপদ সর্দার দাবি করেছেন শেখ শাহজাহান কোথাও পালিয়ে যাননি। তিনি এলাকাতেই রয়েছেন। মাঝেমধ্যে তাকে দেখাও যাচ্ছে। পুলিশের নিরাপত্তাতেই তিনি রয়েছেন। আর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য।

ইডির উপর হামলার ঘটনার পর ১২ দিন কেটে গিয়েছে। শেখ শাহজাহানের টিঁকি পর্যন্ত ধরতে পারেনি রাজ্য পুলিশ। ন্যাজাট থানার পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও শেখ শাহজাহানের গতিবিধির কোনও হদিশ পুলিশ দিতে পারছে না।

কেন মূল অভিযুক্তকে পুলিশ ধরতে পারছে না? ফের সেই প্রশ্ন তুললেন বিচারপতি। এত কিছুর পরেও মূল অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি? অদূর ভবিষ্যতে ধরা পরবে কী না তাও অজানা। মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। মঙ্গলবার বিচারপতি মনে করেছিলেন বুধবার রায়দানে আগে শেখ শাহজাহান পুলিশের হাতে ধরা পড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি।
সন্দেশখালি এলাকায় সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন ১০ টি সিসিটিভি লাগানো হয়েছে। তিনটি সিসিটিভি লাগানো হয়েছে শেখ শাহজাহানের বাড়ির কাছেই। এছাড়াও মার্কেটের কাছে সিসিটিভি লাগানো হয়েছে বলে খবর।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন শেখ শাজাহান সন্দেশখালিতেই রয়েছেন। পুলিশ তাকে নিরাপদ জায়গায় রেখেছে। এবার একই বক্তব্য রাখলেন স্থানীয় এক সিপিএম নেতা। নিরাপদ সর্দার নামে ওই ব্যক্তির দাবি, শেখ শাহজাহান এলাকাতে রয়েছেন। সোমবার রাতেও তাকে দেখা গিয়েছে। পুলিশ তাকে নিরাপদ জায়গায় রেখেছে।
এই ঘটনা নিয়ে সব মহলেই চাঞ্চল্য রয়েছে। শেখ শাহজাহান এলাকায় থাকলে কেন তাকে পুলিশ দেখতে পাচ্ছে না? অন্যরা দেখতে পাচ্ছেন। কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না! তাহলে কি সত্যিই শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে গরিমসি করছে ন্যাজাট থানা?

শেখ শাহজাহান এলাকার বেতাজ বাদশা নামে পরিচিত। গোটা সন্দেশখালি এলাকা তার মুঠোর মধ্যে। এমনই কথা শোনা যায় কান পাতলে। প্রভূত ক্ষমতার অধিকারী ওই ব্যক্তি। সেজন্যই কি তাকে দেখা যাচ্ছে। কিন্তু ধরা যাচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *