বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
চতুর্থবারের জন্যে ক্ষমতায় ফিরছেন শেখ হাসিনাই! তা নিয়ে কোনও সংশয় ছিল না। সেই মতো রবিবার ফল প্রকাশ হতেই হাসিনার জয় নিশ্চিত হয়ে যায়। ৯০ শতাংশেরও বেশি আসনে জয়ী আওয়ামী লীগ। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার থেকেও বেশি।
তবে দ্বিতীয় অবস্থানে কে থাকবে তা নিয়ে জোর জল্পনা ছিল। আর সেখানেই সবাইকে চমকে দিয়েছেন বিক্ষুব্ধ আওয়ামী লীগেরই স্বতন্ত্ররা (নির্দল)। আর এই জয়ের (Bangladesh Elections 2024) পরেই হাসিনাকে শুভেচ্ছার বন্যা। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার সাক্ষী থাকলেও মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে বাংলাদেশে।
তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। তবে নির্বাচনকে (Bangladesh Elections 2024) কেন্দ্র করে বাংলাদেশ প্রশাসনের তরফে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। প্রত্যেকটি জায়গায় কড়া নিরাপত্তা ছিল। বেলায় ভোট গণনা শুরু হয়। আর গণনা শুরু হতেই একের পর এক বন্দরে ভিড়তে শুরু করে আওয়ামী লীগের নৌকা। বিপুল ভোটে জিতেছেন শেখ হাসিনাও। তবে মোটা ভোটারের বড় অংশ কিন্তু রবিবার ভোটে (Bangladesh Elections 2024) অংশ নেয়নি।
কিন্তু এরপরেও বড় জয়। তা স্পষ্ট হতেই বাংলাদেশের বুকে এক টানা চতুর্থবার সরকার গঠনের রাস্তা পরিস্কার হয়ে যায় শেখ হাসিনার। যা নজির বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হিসাবে কোনও মহিলার এক টানা ২০ বছর কুর্সিতে থাকতে চলেছেন। সেটাকেও একটা নজির হিসাবেই দেখা হচ্ছে। অন্যদিকে বিক্ষুব্ধ আওয়ামী লীগেরই স্বতন্ত্র (নির্দল)-দের জয়ও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন নির্দলরা। আর সবাই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ নেতা।
বাংলাদেশের প্রকাশিত খবর অনুযায়ী, ৬১ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় (Bangladesh Elections 2024) পেয়েছেন। তবে এই নির্দলদের ভূমিকা আগামিদিনে বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেদিকেই নজর সবার।
তবে সে দেশের রাজনীতিতে জোর গুঞ্জন, আগামীদিনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’রা হাসিনা সরকারেই যোগ দিতে পারেন। যদিও অন্য একটি সুত্রের দাবি, সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে জাতীয় সংসদে। তবে আদৌতে কি হবে তা সময়ের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।
হাসিনার জয়ের (Bangladesh Elections 2024) পরেই কার্যত সে দেশে উৎসবের মেজাজ। বিজয় উতসবে মেতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা। তবে সভাপতি শেখ হাসিনা দিনের শুরুতেই ভোট দিয়ে মন্তব্য করেছিলেন, নৌকার জয় হবেই, আর তাতে তাঁর কোনও সন্দেহ নেই।