বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটানা বৃষ্টির পর কিছুটা খুব বৃষ্টি কম থাকার স্বস্তি স্কিম প্রশাসনিক আধিকারিকদের। নতুন করে বৃষ্টি না থাকায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ।
রবিবার চাটেন নিয়ে এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করল সিকিম প্রশাসন। এদিন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের পরে চাটানে এলাকার থেকে উদ্ধার করে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়। নিরাপদ স্থানে ফিরতে পেয়ে খুশি উদ্ধার হওয়ার। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছে পর্যটক, ট্যাক্সিচালক সহ অন্যান্যরা। উল্লেখ্য একটানা বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল সিকিম।
বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা আটকে পড়ে বহু পর্যটক। যদিও পর্যটক মরশুমে চিন্তার ভাঁজ বাড়ায় প্রশাসনিক আধিকারিকদের। তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পর্যটকদের উদ্ধার করে সিকিম প্রশাসন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির পাশাপাশি আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে সিকিম প্রশাসন। কার্যত ছন্দে ফেরার চেষ্টা সিকিমের।
ok
বিশেষজ্ঞরা মনে করছেন প্রাকৃতিক বিপর্যয় একদিকে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে একাধিক জায়গায় পাশাপাশি ক্ষতি হয়েছে পর্যটন শিল্পেও। ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে সিকিমের।