’বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পথেই আছি — পথেই মোরা থাকবো,
সত্যের সাথে, ন্যায়ের পথে, একসাথে মোরা লড়বো!
বিচারের দীর্ঘসূত্রিতা ও CBI তদন্তের শ্লথ গতি, আন্দোলনে থাকা সহকর্মীদের অনৈতিকভাবে স্থানান্তর — এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা একজোট হয়ে পেরিয়ে এসেছি ১০টি মাস। অথচ আজও আর জি করে সংগঠিত প্রাতিষ্ঠানিক নৃশংস ঘটনার বিচার অধরা, অসংখ্য প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন। West Bengal Junior Doctors’ Front (WBJDF) জনস্বাস্থ্য ও ন্যায়বিচারের দাবিতে
রবিবার সকালে
গড়িয়াহাট সংলগ্ন সংহতি স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে ‘অভয়া ক্লিনিক’।যেখানে এলাকার বহু নিম্নবিত্ত ও বস্তিবাসী মানুষকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করা হয়।