বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *জলপাইগুড়ি*

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন চা বাগানে ছয় সপ্তাহের বেতন বকেয়া। তাই দ্রুত বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসেছেন চা বাগানের শ্রমিকরা।

ডুয়ার্সের বানারহাট ব্লকের চুনাভাটি ও নিউডুয়ার্স চা বাগানের ঘটনা। এদিন চা বাগানের শ্রমিকরা বাগান ম্যানেজারের অফিসের সামনে ধর্নায় বসে পড়েন। উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চারটি চা বাগান রয়েছে। চুনাভাটি নিউডুয়ার্স, বানারহাট ও কারবালা। আর এই চারটি চা বাগানের শ্রমিকদের ছয় সপ্তাহ ধরে বেতন বকেয়া রয়েছে। সেইসাথে স্টাফ সাবস্টাফদেরও তিন মাস হতে চলল বেতন বকেয়া আছে। তাই এদিন দুটি চাবাগানের শ্রমিকরা দ্রুত বেতন প্রদানের দাবিতে ধর্নায় বসেছে।

এমনকি আগামী সোমবার থেকে চারটি চা বাগানেই বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। উল্লেখ্য এর আগেও একই দাবিতে একাধিকবার ১৭ নং জাতীয় সড়ক ও আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করেছিল শ্রমিকেরা। কিন্তু কোন কাজ হয়নি। এদিন দুই ঘণ্টা ধর্নার পর শ্রমিকরা ধর্না প্রত্যাহার করে নেন। তবে দাবি পুরন না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *