বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আহত দিলখুস আলম নামে এক তৃনমুল সমর্থক , যিনি কাজল সেখের অনুগামী। ঘটনা বীরভূমের সিউড়ী থানা এলাকার দেশালপুর গ্রামের।
জানা গিয়েছে ইদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল সেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে। ওই ব্যানারে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক ও কাজল সেখের ছবি ছিল। গতকাল সেই ব্যানার রাতে ছেড়া অবস্থায় দেখতে পাওয়া যায়।
অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথাকাটাকাটিও হয় গতকাল রাতে। পুলিশ গিয়ে মিটিয়ে দেয়। আজ সকালে কাজল সেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিল তাকে অনুন্রত অনুগামীরা মারধোর করে বলে অভিযোগ।
তার নান দিলখুস আলম। তাকে সিউড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অনুব্রত অনুগামীরা অভিযোগ অস্বীকার করেছে , তারা জানিয়েছে এটা সাজানো ঘটনা।