বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে নাগেরবাজার এ পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্সে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা।
সোনা কেনার নাম পড়ে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে। এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলে। দোকানদারের সন্দেহ হয় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয়।
ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে। সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয় ওই দুই মহিলাকে। আজ তাদের আদালতে তোলা হবে।
CCTV ফুটেজ দিলাম