বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘাটাল, পশ্চিম মেদনীপুর: ২০২৬ সালে নয়, ২০৩০ সালেও বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না।
সেই সঙ্গে তিনি বলেন আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেও কু কথা বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আপনারা তৈরি থাকুন ২০২৬ শে সবুজ আবির খেলা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটালে তৃণমূল কংগ্রেসের বুথকর্মী সম্মেলন।
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। দীর্ঘদিন পর ঘাটালে মাস্টার প্ল্যান রুপাইত জন্য। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা ঘাটাল মাস্টার প্ল্যান এর সঙ্গে আছে। আজকের সম্মেলনে তীব্র গরমের মধ্যে উপস্থিত দলের সকল স্তরের কর্মী ও নেতৃত্বদের প্রণাম জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনে জেলার সব বিধানসভা জয়লাভ করবো আমরা। আগামীদিনে ব্লকে ব্লকে কর্মীদের নিয়ে বৈঠক করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রতিটি গ্রামে ও বুথে বুথে গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। বিশেষত ঘাটালের কর্মীদের তিনি নির্দেশ দেন, ঘাটলের আসন জিততে আমাদের এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও বুথে বুথে গিয়ে কাজ করেতে হবে। ঘাটাল বিধানসভা জিতে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায় কে উপহার দেবো। আমি আজকে বক্তব্য রাখতে আসিনি, আমি অনুরোধ জানাতে এসেছি ঘটালের নেতাদের। ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে হবে। অনেক উইপোকা ভেতর থেকে ঢল কাটছে। আমি অজিত মাইতিকে বলবো দলের নেতাদের নিয়ে প্রত্যেকটি দপ্তরে যান। দেব ঘাটলার মানুষের পাশে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন ভোটের সময়, সেই মতই আমরা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন, ১৫০০ কোটি টাকা বরাদ্দ করে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন। কেন্দ্র সরকার টাকা না দিলেও আমরা রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবো। ঘাটালের নেত্রীদের মঞ্চ থেকে একসাথে কাজ করার বার্তা দেন মানস ভূঁইয়া। শঙ্কর দলই কে বলেন, রাজনীতিতে ওঠাপোড়া থাকবে, দলের স্রোতের বাইরে যাবেন না। ৫৩ বছর মেদিনীপুরে রাজনীতি করছি, প্রতিটি ওয়ার্ড, বুথ ও গ্রাম চিনি, আপনরা সবাই স্পট এ যান, দেখুন খোঁজ নিন। ঘাটালের সাংবাদিক দের বলেন, আপনাদেরও বাড়ি ঘাটালে, তাই আপনাদের সহযোগিতা লাগবে, আপনারও বলুন, এগিয়ে আসুন।