বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *অশোকনগরে কিডনি বিক্রি চক্রে বেআইনিভাবে নথি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার এবার এক আইনজীবী। বাঁশদ্রোণীর বাসিন্দা প্রদীপ কুমার বর নামে আইনজীবীকে* অশোকনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করল পুলিশ।
আলিপুর আদালতের ক্রিমিনাল বাড়ে আইনজীবী হিসেবে ছিলেন প্রদীপ। এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রি চক্রে কয়েক মাস আগে গ্রেফতার করা হয় অমিত জানা ,মৌসুমী সরদার, গৌরাঙ্গ সরদার, পিয়ালী দে ও বিকাশ ঘোষ নামে পাঁচজনকে। তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে ।তাদের জিজ্ঞাসাবাদের পরে আইনজীবীর সন্ধান পায় পুলিশ।
চলতি মাসের তিন তারিখ তাকে নোটিশ দিয়ে থানায় আসতে বলা হয়। গতকাল বিকেলে অশোকনগর থানায় আইনজীবী আসেন এরপর তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ তোলা হবে বারাসাত আদালতে।