বেঙ্গলওয়াচ নিউজ ডেক্স: ‘কুকথায় পঞ্চমুখ, কন্ঠভরা বিষ’ অনুব্রত অবশেষে হাজিরা দিলেন পুলিশ স্টেশনে। সংবাদমাধ্যমের লাগাতার চাপের মুখে বোলপুর থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে পৌঁছন অনুব্রত। এদিন অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুর থানা চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল আঁট সাঁটো। অনুব্রত মণ্ডলকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। ওদিকে বিরোধীদের দাবি নিতান্তই মানুষের চাপে এটা লোক দেখানো হাজিরা।

গত বৃহস্পতিবার অনুব্রতর কুকথার অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। শুক্রবার অনুব্রতর বিরুদ্ধে FIR করে পুলিশ। চিঠি পাঠিয়ে শনিবার তাঁকে তলব করা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার হাজিরা দেননি তিনি। রবিবার ফের তাঁকে তলব করে পুলিশ। সেদিনও হাজিরা এড়িয়ে মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে অনুব্রত দাবি করেন, তাঁকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার শেষ হয়েছে সেই বেড রেস্টের মেয়াদ। তার পরই এদিন দুপুরে সবার নজর এড়িয়ে একটি কালো গাড়িতে বোলপুরের SDPOর অফিসে পৌঁছে যান অনুব্রত। এখন দেখার মুখ্যমন্ত্রীর প্ৰিয় অনুব্রত সম্পর্কে পুলিশ কতটা সাহসী পদক্ষেপ নিতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *