বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটানা বৃষ্টির কারণে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে সিকিমে। তবে গত দুদিন অর্থাৎ বৃহস্পতিবার ও আজ শুক্রবার প্রতিকূল আবহাওয়া থাকার কারণে কিছুটা স্বস্তি সিকিম প্রশাসনের।
আর প্রতিকূল আবহাওয়ার কারণে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে সুপ্রিম প্রশাসন। এদিন ৬৩ জন পর্যটককে উদ্ধার করে সিকিম প্রশাসন বায়ুসেনার হেলিকপ্টারের। এর পাশাপাশি সিকিমের সাংকালান, ফিডং, চুংথাংয়ের রাস্তা চালু করা হয়েছে। তবে আপাতত শুধু মাত্র ছোট গাড়ি চলাচল করতে পারবে এই রাস্তা দিয়ে। সিকিম প্রশাসন সূত্রে খবর প্রতিকূল আবহাওয়া থাকার কারণে এদিন বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। তবে বৃষ্টি চললে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটবে। প্রসঙ্গত বৃহস্পতিবার বায়ু সেনা হেলিকপ্টার ৬৩ জন পর্যটককে উদ্ধার করা হয়। এরপর এদিন ফের পর্যটকদের উদ্ধার করা হয়।