বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দঃ ২৪ পরগনার অন্ততম দুই শহর হলো বারুইপুরের মেন ও মদারাট। সেখানে ডাকঘরে ভিড় হয় প্রচুর। আর সেখানেই চূড়ান্ত নৈরাজ্য চলেছে। ডাকঘরে আধার কার্ড করাতে গিয়ে জেরবার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এমনকী কম্পিউটারে লিঙ্ক না থাকায় প্রায় রোজই মানুষজনকে ফিরে যেতে হচ্ছে। বাধ্য হয়ে বাইরে গজিয়ে ওঠা দোকান ও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড করাতে গিয়ে গুনতে হচ্ছে ৩৫০ থেকে শুরু করে ৫০০, এমনকী ১ হাজার টাকাও। সেখানে লিঙ্ক, মেশিন সব ঠিকই থাকছে। এর জেরে ক্ষুব্ধ মানুষ। কবে লিঙ্ক আসবে? মেশিন কবে ঠিক হবে? এসব প্রশ্ন করলে ডাকঘরের কর্মীরা উল্টে গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন বলে অভিযোগ।

এভাবেই চলছে বারুইপুরের মেন ও মদারাট ডাকঘর। যদিও বারুইপুর মেইন ডাকঘরের পোস্টমাস্টার এ ব্যাপারে কিছু বলতে চাননি। নতুন আধার কার্ড তৈরি থেকে আধার কার্ড আপডেট- কোনও কাজই হচ্ছে না বারুইপুরের মেইন ও মদারাট ডাকঘরে। বারুইপুর মেন ডাকঘরে ১৫ দিন আগে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, মেশিন বিকল। ফলে দূর-দূরান্তের মানুষ এসে ফিরে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *