বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উঃ ২৪ পরগনার অন্যতম শহর বসিরহাট। বেশ কয়েক বছর ধরেই কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে তারা দুর্গাপুজোর আয়োজন করছে। লেগেছে থিম পুজোর ছোঁয়া। বিগত কয়েক বছর ধরেই এখানকার বিভিন্ন পুজো মণ্ডপে অভিনব ভাবনার প্রতিফলন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় ‘প্রাণের পুজো’য় থিমের মাধ্যমে এক নতুন ধারা আনতে চলেছে হানাবাড়ির রহস্যময়তা। এই থিমে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে এক গা ছমছমে ভৌতিক পরিবেশ। বাড়ির বাইরের দিক থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত—সব জায়গাতেই থাকবে রহস্য আর ভয়াবহতার ছোঁয়া। প্রতিমাও মিলবে সেই অনুরূপ ভৌতিক আবহের মাঝে, যা অভূতপূর্ব অভিজ্ঞতা এনে দেবে দর্শনার্থীদের।
দুর্গাপুজোর থিমের দুনিয়ায় এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের ‘প্রাণের পুজো’। এবছর তাদের থিম- হানাবাড়ি। গা ছমছমে অন্ধকার, আলোআধারি পরিবেশ আর ভয়-ভীতি মিশ্রিত এক মনকাড়া অনুভব—এই আবহের মধ্যেই বিরাজ করবেন দশভুজা। ইতিমধ্যেই খুঁটি পুজোর মাধ্যমে এই অভিনব থিমের ভিত্তি স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা জানাচ্ছেন, হানাবাড়ির থিমের পিছনে তাদের মূল উদ্দেশ্য দর্শনার্থীদের চমকে দেওয়া নয়, বরং একটা ভিন্নতর অভিজ্ঞতার স্বাদ দেওয়া।