পূর্ব বর্ধমান : অবহেলিত ‘শুনিয়া’, অজয়ের পেটে যেন হারিয়ে যেতে বসা এক গ্রাম! পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরের একটি গ্রাম হল শুনিয়া। সুড্ডা বাইপাস ধরে গ্রামে পৌঁছনো গেলেও নাম শুনলেই অনেকের ভুরু কুঁচকে যায়। কারণ, এই গ্রামের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বলতে কার্যত কিছুই নেই। অজয় নদীর ভাঙনে গ্রামবাসীর জীবন আজ বিপন্ন। গ্রামের মূল ঢালাই রাস্তা নদীগর্ভে তলিয়ে যাওয়ায় এখন স্থানীয় বাসিন্দা শান্ত হাজরার বাড়ির উঠান দিয়েই যাতায়াত করতে হচ্ছে সবাইকে। বর্ষাকালে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা শান্ত হাজরা বলেন, “ভাঙনে রাস্তাও ভেঙে গিয়েছে। অন্যজনের বাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। আজ অবধি কোন কাজ হয়নি। আমরা আতঙ্কে এবং চরম সমস্যায় রয়েছি। এই শুনিয়া গ্রামটি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে কাটোয়া-১ নম্বর ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। গ্রামে মাত্র ৮০টি পরিবার বাস করেন। নেই কোন স্কুল, কোন স্বাস্থ্যকেন্দ্র। এমনকি ভোট দিতেও যেতে হয় পাশের গ্রামে, প্রায় চার কিমি পথ পেরিয়ে। ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে যে ১.৫ কিমি ঢালাই রাস্তা তৈরি হয়েছিল, তা আজ অজয়ের গ্রাসে।” একইসঙ্গে ৬ লক্ষ ২৩ হাজার টাকা খরচ করে বানান হয়েছিল একটি স্নানঘাটও। সেগুলির এখন কেবল ধ্বংসাবশেষ পড়ে আছে।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *