বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি শুরু হতেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে হড়পাবাণ। এবার ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। বেড়াতে এসে হড়পা বানে তলিয়ে গেলেন একই পরিবারের ১৮ জন সদস্য। এদের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হড়পা বানের জেরে ওই অঞ্চলে আটকে পড়েছেন আরও ৭৩ জন পর্যটক। যাঁদের উদ্ধার করতে মাঠে নেমেছে প্রশাসন। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে পাখতুনখোয়া অঞ্চলে। সোয়াত নদীর তীরবর্তী পাহাড়ি অঞ্চল পর্যটনক্ষেত্র হিসেবে ব্যাপক জনপ্রিয়। শুক্রবার নদীর অল্পজলে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। তখনই হড়পা বান আসে। মুহূর্তের মধ্যে ভেসে যায় নদী ও তিরবর্তী অঞ্চল।
সেই ঘটনার হাড়হিম করা এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যেখানে দেখা যাচ্ছে, প্রবল স্রোতের মাঝে এক ছোট্ট ভূমিখন্ডের উপর দাঁড়িয়ে রয়েছেন ৭-৮ জন। তাদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু। কোনওমতে সেখানে ওঠার চেষ্টা করছেন আরও কয়েকজন। তবে স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। স্থানীয়দের মতে, ঘটনার সময় কেউ সেখানে খাওয়াদাওয়া করছিলেন, ছোট শিশুরা নদীর অল্প জলে খেলছিল। তখনই হঠাৎ হড়পা বান আসে। মুহূর্তের মধ্যে সবকিছু ভেসে যায়। দেখে মনে হচ্ছিল, যেন নদীর বাঁধ ভেঙে গিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভেসে যান বহু মানুষ। কেউ কেউ ছোট দ্বীপের উপর ওঠে। তবে জলের স্রোত বাড়তে থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অন্তত ২ ঘণ্টা অপেক্ষার পর আসেন উদ্ধারকারীরা। ওই অঞ্চলের ৫টি স্থানে উদ্ধারকাজ শুরু হয়েছে।