বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার পাকিস্তানে আত্মাঘাতী বিস্ফোরণ। মূলত তালিবানপন্থী জঙ্গিদের কাজ বলেই সন্দেহ। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ফিঁদায়ে জঙ্গি ধাক্কা মারে সেনা কনভয়ে। বিস্ফোরণে প্রাণ হারান ১৬ জন জওয়ান। সাধারণ বাসিন্দা-সহ আহত ২৯। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর। এএফপি সূত্রে খবর, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি ফিঁদায়ে হামলা। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ে ধাক্কা মারা হয়। প্রথমে ১৩ জন জওয়ানের মৃত্য়ুর খবর মিললেও মৃত বেড়ে এখন ১৬ হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেখানে ৬টি শিশু আহত হয়েছে। গত এপ্রিল মাসে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় জঙ্গি হামলা হয়। সেই সময় সেখানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলছিল। তখনই ঘটে বিস্ফোরণ। এর আগে একাধিক বার প্রকাশ্যে টিটিপি-র বিরোধিতা করেছিল ওই শান্তি কমিটি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *