বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতীকে। বীরভূমের ইলামবাজার জঙ্গলের কাছে ঘটনাটি ঘটেছে। ইলামবাজার ও শান্তিনিকেতন দুই থানাতে অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ, আতঙ্কিত শান্তিনিকেতনে বসবাসকারী আইনজীবী পরিবার।

 

শান্তিনিকেতনের উত্তরপল্লীর বাসিন্দা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্রবধূ হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী, শ্রেয়া রায় সরস্বতী। গত বুধবার বীরভূমের ইলামবাজার থানার বনাঞ্চল এরিয়ায় দুষ্কৃতিদের খপ্পরে পড়ে। আইনজীবী দম্পতিকে দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। বলে, অমুক মামলা থেকে সরে দাঁড়াতে।

 

এই ঘটনায় রীতিমত ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতি। ইতিমধ্যেই ইলামবাজার থানা ও শান্তিনিকেতন থানায় দারস্ত হয়েছেন।

 

কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরকার জানান, গত বুধবার ইলামবাজার থানার জঙ্গল এরিয়ায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরেন। তারপর অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। দুষ্কৃতীরা বলে, স্পেসিফিক এমন মামলা থেকে সরে দাঁড়ান। না হলে প্রাণে মেরে ফেলা হবে। আমরা রীতিমতো আতঙ্কিত। পুলিশের দ্বারস্থ হয়েছি। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *