বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার রাধাবল্লভপুর গ্রামের সঞ্জয় কালসা পাঁশকুড়া থানায় একটি এফ আই আর দায়ের করেন।তার অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ দাবি করে, দাবি মত সম্পত্তি লিখে না দেওয়ায় তাদের কপালে জোটে মারধর পাশাপাশি মেলে প্রাণনাশের হুমকি।

 

 

এমনকি এক ঘরে পর্যন্ত করে রাখা হয় তাদের, তারা গ্রামের দোকান থেকে জিনিস কিনতে পারেন না,ডাক্তার দেখাতে গেলেও বাধা দেয় গ্রামবাসীরা,এমনকি বাচ্চাদের স্কুলে যেতেও বাধা দেয় গ্রামবাসীরা।গ্রামবাসীদের অত্যাচারে তারা বর্তমানে ঘরছাড়া। এমনকি গত মাসের ২৬ তারিখে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে ফের গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়।তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। বর্তমানে তার বাবা হরেকৃষ্ণ কালসা হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের এখন একটাই দাবি তারা যেন বাড়ি ফিরতে পারে। অপরদিকে যে গ্রামবাসীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সঞ্জয় কালশা এবং তার পরিবার সেই অভিযুক্ত গ্রাম কমিটির এক সদস্য বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পারিবারিক গন্ডগোল রয়েছে সঞ্জয়দের,সেই দায় গ্রামের ওপর চাপানো হয়েছে।

তবে তিনি এ কথা স্বীকার করেন সঞ্জয় যে গ্রামবাসীদের নামে মামলা করেছিলেন সেই মামলার টাকা দেওয়ার ফরমান দেওয়া হয় গ্রাম কমিটির তরফে।

সঞ্জয় কালসার অভিযোগের ভিত্তিতে যে এফ আই আর দায়ের হয়েছে পাঁশকুড়া থানায় সেই এফ আই আর এ নাম রয়েছে তৃণমূলের নব নিযুক্ত জেলা সভাপতি সুজিত রায়ের।

নাম রয়েছে স্থানীয় আর এক তৃণমূল নেতা কৃষ্ণপদ খাঁর,তৃণমূলের তরফে অভিযোগ এই গন্ডগোল পারিবারিক,সঞ্জয় কালসা বিজেপি কর্মী, নবনিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি কে কালিমালিপ্ত করার জন্যে এই ধরনের অভিযোগ দায়ের করেছেন।

তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবী বিষয়টি গ্রাম কেন্দ্রিক। তৃণমূল ওই অঞ্চলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *