বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:

১)প্রসঙ্গ ঈদ।
#সারা দেশবাসীকে ঈদের দিনে, সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম।সেই জন্য দোয়া চাইলাম। পৃথিবীতে যেখানে যত অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়। মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাইলাম।

আমাদের দেশ ভারত বর্ষ যাতে শান্তিতে থাকতে পারে। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু নিয়ে না থাকাতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম।

 

২)ভারত বাংলাদেশ সীমান্তের জমি।
##এগুলো প্রসিডিওর রয়েছে আমি বলতে পারব না। এগুলো প্রসিডিওরে হয়তো বিএসএফ চেয়েছে। আমি এটা নিয়ে জানিনা।

৩)প্রধানমন্ত্রী এবং অমিত শাহ র আবার বঙ্গ সফর।
###টার্গেট হলেও কিছু যায় আসে না। “আপকি বার ২০০ পার” হয়ে গেছিল পগাড় পার। এবার আবার চেষ্টা হয়তো উনি করবেন। কিন্তু লাভ কিছু হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছেন, থাকবেন।

 

৪)অপারেশন সিন্দুর বিজেপির প্রচার।
####বলেনা, গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোন বড় কিছু নেই। বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মত, এটা অন্যায়।
ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই।

৫)কৈলাস বিজয় বর্গীর বক্তব্য।
#####আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী। স্বাধীনতা! নারী স্বাধীনতা মানে না। আজকে তুমি এই পরো না ওই পোরোনা; এই খেয়োনা ওই খেও না ; এটা ভারতবর্ষ নয়। ভারতবর্ষের মানুষ দেখেন এটা নিয়ে কোন ডিক্টেট ভারতের মানুষ তো শুনবে না; মহিলারাও শুনবে না। মহিলারা আমাদের বাংলায় দুর্গার রূপ। এদের অবমাননা করা যায় না।
তোমাদের নিজেদের মনের মধ্যে নোংরা, অন্যায় আছে। নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন। তোমাকে যেমন আমি বলতে পারি না, তেমনি তুমিও কাউকে বলতে পারেনা।

 

৬)২৬ এর ভোটে কি হিন্দুত্ব!
######আমরা সব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা তারা অন্যের ধর্মকে সেভাবে সম্মান করে। সুতরাং হিন্দুত্বের জিগিড় তুলে ভোট হয় না।
আমি মসজিদে নামাজ পড়ি, পাশেই আমাদের দুর্গাপূজা হয়। এটাই আমাদের সর্ব ধর্ম সমন্বয়ের হিন্দুস্থান। এটাই হচ্ছে বাংলা। এখানে ডিভাইড অ্যান্ড রুল হয়না। এটা শ্রীচৈতন্যের জায়গা। যেখানে সবাই মিলে প্রেমকে বিতরণ করি; বিদ্বেষ কে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *