বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন সেতুর স্বাস্থ্যপরীক্ষা। একাধিক জায়গা থেকে সেতু দুর্ঘটনার নানা খবর আসছে। তাই সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রাজ্য সরকার রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত, পূর্ত দফতর রাজ্যের প্রায় ২২০০টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে, যার মধ্যে ১৫০টি সেতুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল, সেতুর বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং কোনও সম্ভাব্য বিপদ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পূর্ত দফতর এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এই বিষয়ে পূর্ত মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে।২০১৬ সালে নির্মীয়মাণ পোস্তা সেতু ভেঙে পড়ে। তার ঠিক দু’বছর পর ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ে। এই দু’টি ঘটনার পর থেকেই তৎপর হয় পূর্ত দফতর।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। তার পরই সেতু পরীক্ষা নিয়ে নড়েচড়ে বসে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যজুড়ে পূর্ত দফতরের অধীনে যতগুলি সেতু রয়েছে সেই সব সেতু পরীক্ষা করা হবে। সূত্রের খবর, বর্তমানে গোটা রাজ্যে পূর্ত দফতরের অধীনে ২২০০-টিরও বেশি সেতু রয়েছে।সূত্রের খবর, এই কাজের অগ্রগতির জন্য তিনটি জোনের মুখ্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *