বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মালদা:- খাদ্য কর্মাধ্যক্ষ রিতা সিং এদিন গাড়িতে ছিলেন না, ছিলেন তার স্বামী সহ সাতজন। তিনজন জখম হলেও বাকিরা সুস্থ রয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেঁচুমোড় ১২ নম্বর জাতীয় সড়কে।
দুর্ঘটনায় স্করপিও গাড়ির একাংশ দুমড়েমুচড়ে গেছে। মালদা থেকে গাজোলগামী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিতা সিংয়ের স্বামী কৃষ্ণ সিংহ সহ আরো কয়েকজন পঞ্চায়েত সদস্যরা জেলা পরিষদ থেকে কাজ সেরে গাজোল ফেরার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, গাজোল যাওয়ার পথে চেঁচুমোড় এলাকায় একটি ১২ চাকার লরি বাঁদিকে বাঁক নেওয়ায় স্করপিও গাড়িটির পিছন দিক থেকে একটি বাস সজরে ধাক্কা মারে বলে। যার ফলে ঘটনাস্থলেই গাড়িটির দুমড়েমুচড়ে যায়। তাদের অভিযোগ অত্যন্ত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোন ট্রাফিক ব্যবস্থা নেই যার কারণে এই দুর্ঘটনা। আহতদের মধ্যে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী ভুষন সরকার, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা ফতেমা খাতুন সহ আরে একজন। প্রত্যেককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।