বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরেই বিভিন্ন বিচারপতি সরকারি উচ্চপদে আসীন হয়ে যান। এই নিয়ে বিরোধীদের, বিশেষকরে তৃণমূলের দীর্ঘদিনের আপত্তি।
এবার সংসদীয় কমিটিতেও বিচারপতিদের অবসরকালীন সুবিধা নিয়ে প্রশ্ন উঠল। সংসদের আইন বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল দাবি তুলল, প্রয়োজনে কেন্দ্র বিল এনে এমন আইন তৈরি করুক যাতে অবসরের পর পাঁচ বছর কোনও সরকারি পদে না বসতে পারেন বিচারপতিরা। সূত্রের খবর, মঙ্গলবার কমিটির বৈঠকে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি তোলেন, অবসরের পর বিচারপতিদের অন্তত পাঁচ বছরের জন্য ‘কুলিং অফে’ পাঠানো হোক।
ওই পাঁচ বছরে ওই বিচারপতিরা কোনও রকম পদ গ্রহণ করতে পারবেন না। বা রাজনীতিতে যোগ দিতে পারবেন না। এমনকি রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে সাংসদ হওয়ার ক্ষেত্রেও পাঁচ বছরের ‘কুলিং পিরিয়ড’ বাধ্যতামূলক করার দাবিতে জোরাল সওয়াল করেন কল্যাণ। এক্ষেত্রে তিনি কারও নাম না নিলেও, এই কমিটিরই সদস্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ-কে নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও এদিনের বৈঠকে গগৈ হাজির ছিলেন না।