বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কেদারনাথনাথ যাত্রা শুরু হয়েছে কয়েক দিন হলো। ভক্তদের ভিড় বেড়ে চলেছে। এর মধ্যেই ঘটলো প্রাকৃতিক দুর্ঘটনা।
ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের যমুনোত্রী ও বদ্রীনাথের একাধিক জায়গায় ধস নেমে মৃত্যু হয়েছে ৩ তীর্থযাত্রীর। একজন নিখোঁজ। আহত হয়েছেন আরও তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। এর জেরে যমুনোত্রীর পথে বিকেল চারটে নাগাদ ভৈরব মন্দিরের কাছে নৌউ কাঁচি এলাকায় ধস নামে।
জায়গাটি কেদারনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। বড়সড় পাথর ও বোল্ডার পাহাড়ের ঢাল গড়িয়ে নেমে আসায় ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায়। পাথর ও মাটির নিচে চাপা পড়ে যান অনেকে। এর জেরে সাময়িক ভাবে যাত্রা বন্ধ হয়ে যায়। রসিক নামের মুম্বইয়ের এক তীর্থযাত্রীকে ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি জানকিচট্টির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।