বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে এক একজন নেতা নিজেকে প্রকাশ করেন নিজেদের মতো করে। এ ব্যাপারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নিজের কাজের ক্ষতিয়ান প্রকাশ করতে চলেছেন বেশ নাটকীয়ভাবে। ২০২৪ সালে রেকর্ড ভোটে জিতেছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এই অবস্থায় তার নিজের এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বই প্রকাশ করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান নিয়ে নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করবেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপরেই রাজ্য জুড়ে দামামা বেজে যাবে বিধানসভা নির্বাচনের। মাস খানেক বাকি থাকতেই, রাজ্যের রাজনৈতিক শিবিরে এখন জোর চর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বই ‘নিঃশব্দ বিপ্লব’ নিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে।
আবার অভিষেক বন্দোপাধ্যায় প্রকাশ করবেন সাংসদ হিসেবে তাঁর ‘সাফল্যের’ খতিয়ান, বই আকারে। সেই বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’। বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’ কেন? নেতৃত্বের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনার সংগঠন বা দলীয় কাজের সাথে যুক্ত কর্মীরা অবশ্য বলছেন, ‘‘ডায়মন্ড হারবারে গত এগারো বছরে প্রচুর কাজ হয়েছে। সাংসদ হিসেবে যে ধরনের উন্নয়নমূলক কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তা সচরাচর দেখা যায় না। গত এগারো বছরে ডায়মন্ড হারবারের চেহারা কতটা বদলে দিয়েছেন সাংসদ, তা এলাকায় না গেলে বোঝা যাবে না। নিঃশব্দে কাজ করে গিয়েছেন অভিষেক। সেই কারণেই বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব।’’