বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের আবহাওয়া : দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পর থেকেই বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে দক্ষিনে। আজ, বুধবারও বৃষ্টির পূর্বাভাস আছে।
বুধবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দপ্তর জানাচ্ছে, বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির পাশাপাশি অধিকাংশ জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার একই রকম থাকতে পারে পরিস্থিতি। বৃহস্পতিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার রথযাত্রার দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে সপ্তাহভর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।