বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ির চম্পাসারিতে এটিএম লুটের ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম শাখা।

এই ঘটনায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চার লক্ষ টাকা। ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ। তিনজনই হরিয়ানার নুহূ জেলার বাসিন্দা। ধৃতরা কুখ্যাত ‘মেওয়াত গ্যাং’-এর সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন গত কয়েকদিন আগে চাম্পাশড়িতে এটিএম লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরেই তড়িঘড়ি তদন্ত শুরু করা হয়।

এবং সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে টাওয়ার লোকেশন সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়। এরপরেই আমরা জানতে পারি বাইরের একটি দুষ্কৃতীয়া এর পিছনে রয়েছে। এবং এর পরেই আমাদের একটি দল পাঠানো হয় হরিয়ানাতে। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এরপরে ট্রানজিম রিমান্ডে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো দুজনকে ভক্তিনগর থানা এলাকা গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকার উপরে উদ্ধার হয়েছে। মঙ্গলবার তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হবে। সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানে দিবালোকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, চম্পাসারির এটিএম লুটের ঘটনার সঙ্গে ওই সোনার দোকানে লুটের কোনো সংযোগ রয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *