বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা ও ২১ শে জুলাই কে সামনে রেখে পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল মঞ্চে পাঁশকুড়া ব্লক ও টাউনকে নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় বিজেপি ছেড়ে প্রায় ১৩ জন নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থকরা জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য নিরুপমা সাঁতরা, রঘুনাথবাড়ি মন্ডলের সম্পাদক দেবদত্ত সাঁতরা,যুব সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ আরো অনেকেই।এই যোগদান বাড়তি অক্সিজেন পাওয়া বলে মনে করছেন তৃনমূল। যদিও এই যোগদান লোকদেখানো বলে দাবি বিজেপির। তাদের দাবি এরা দীর্ঘদিন ধরেই তৃনমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছিল।তাই এদের যোগদান নিয়ে আমরা চিন্তিত নয়।