বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করল।এমনকি এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা।

ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে।স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।মঙ্গলবার দিন মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়োর এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা।পথ অবরোধের চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে।এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল প্রকৃতপক্ষে কোন সমাধান হচ্ছে না।টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন।

এলাকার বিধায়ক তথা মন্ত্রী কে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা।তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামত এর দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মীটনা প্রাথমিক, মীটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা, এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা।স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্র-ছাত্রীর শিক্ষকরা ঠায় দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরেই।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যতক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে বিডিও না আসেন তারা পথ অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *