বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি বার আসোসিয়েসনে গোপাল লামাকে নিয়ে পরিচয় পর্ব সারলেন গোপাল লামা। আজ মেয়র গৌতম দেব গোপাল লামাকে সাথে নিয়ে শিলিগুড়ি কোর্টে যান এবং পরিচয় করিয়ে দেন বার আসোসিয়েসনের সদস্য দের সাথে।
এদিন মেয়র গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন বার আসোসিয়েনের অন্যতম প্রধান মহিলা সদস্য সুস্মিতা বোস মৈত্র।
এদিন মেয়র জানান এইভাবে মানুষের সাথে পরিচয় করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানুষের কাজে নিজেকে নিয়োজিত করেছেন।আর আমরা তার সাথি। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে বলে জানান মেয়র গৌতম দেব।