বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে এই প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। তামিলনাড়ুর ৩৯ আসনেই আজ ভোট হচ্ছে। সেই তালিকায় চেন্নাইও রয়েছে। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল হলেন বিভিন্ন পেশার তারকারা। তবে প্রচারের কেন্দ্রবিন্দুতে তামিলনাড়ুর তারকারাই।


শুক্রবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তামি‌লানাড়ুর বিভিন্ন কেন্দ্রে যেন ঢল নামে সেলিব্রিটিদের। বিশেষ করে দক্ষিণী এবং ব‌লি উডের সুপারস্টাররা ভোট দেন নিজের কেন্দ্রে। শুক্রবার সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেন দক্ষিণী সিনেমার মেগাস্টাররা। সকাল বেলায় বুথে গিয়ে ভোট দিলেন রজনীকান্ত। শুক্রবার সকাল সকাল ভোট দেন রজনীকান্ত, ধনুশ, বিজয় সেতুপতিরা।

টিটিকে রোডের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে সাতসকালেই ভোট দিতে যান রজনীকান্ত। থালাইভা নামেই তামিল ভূমিতে পরিচিত রাজনীকান্ত। ফলে তাঁকে ঘিকে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। নিজের টিমের সদস্যদের নিয়েই ভোট দিতে যান রজনীকান্ত।। পরনে সাদা পোশাক। ভোট দিতে ঢুকেই সকলকে হাসিমুখে শুভেচ্ছা জানালেন রজনীকান্ত।
অভিনেতা এবং মক্কল নিধি মিয়ামের সভাপতি কমল হাসানও লোকসভা নির্বাচনের জন্য ভোটদান করেন।শুক্রবার সকালে চেন্নাইয়ের থিরুভানমিয়ুর কেন্দ্রে ভোট দেন সুপারস্টার অজিত কুমার। কিলপাউকের চেন্নাই হাই স্কুলে ভোটদান পর্ব সারেন বিজয় সেতুপতি। শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়রাও সকাল সকাল এ দিন নিজেদের ভোটদান পর্ব সেরেছেন।

বেলা বাড়তেই চেন্নাইয়ের ভোট গ্রহণ কেন্দ্রে হাজির হন অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ। রূপোলি জগতের তারকারা নিজেরা ভোট দেন এবং সাধারণ মানুষকেও ভোট দানে উৎসাহিত করেন। শুধু তামিলনাড়ু নয় একইসঙ্গে অন্য রাজ্যেও নজর ছিল তারকা ভোটারদের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *