বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্ত্রাসের আবহেই চলছে লোকসভা নির্বাচন! সময় যত গড়াচ্ছে তত বাড়ছে অভিযোগের পাহাড়। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে নির্বাচন রয়েছে। কিন্তু সবথেকে বেশি অভিযোগ সামনে আসছে কোচবিহার লোকসভা আসন থেকে।
বিজেপি এজেন্টকে অপহরণ, রিগিং থেকে শুরু করে একের পর এক অভিযোগ সামনে (Lok Sabha Election 2024) আসছে। একের পর এক অভিযোগ রীতিমত চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন (Election Commission of India)।
অন্যদিকে উত্তরবঙ্গে যেতে না পারলেও সকাল থেকে ভোট পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাড়ে ১০ টা থেকেই রাজভবনে বিশেষ পিস রুম খোলা হয়ছে। লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত অভিযোগ বিশেষ এই কন্ট্রোল রুমে জানাতে পারবেন। এখনও পর্যন্ত যা খবর, শতাধিকেরও বেশ অভিযোগ সেখানে জমা পড়েছে। রাজ্যপাল নিজে অভিযোগকারীদের সঙ্গে কথা বলছেন বলে খবর। যা খবর, ২৪ ঘণ্টা এই পিস রুম কলকাতার রাজভবনে খোলা থাকবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোচবিহারে ২৭০ টি অভিযোগ সামনে আসে। আলিপুরদুয়ার থেকে ১৩৫ টি অভিযোগ এবং জলপাইগুড়িতে ৭৬ টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নির্বাচনেরকয়েকশ অভিযোগ নির্বাচন কমিশনে পড়েছে। কিন্তু অভিযোগের এপিসেন্টার কোচবিহার। সেখান থেকে সব থেকে বেশি অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।
যা খবর, ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কে ফোন করে উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন। বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে। অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। প্রত্যেকটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোচবিহারে এমন অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস।
দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। মানুষ প্রতিবাদ জানাচ্ছে বলে দাবি বিজেপি নেতার। তাঁর দাবি, পুরসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত ভোট, মানুষ ভোট দিতে পারিনি। সব জায়গায় ক্ষোভ থেকে গণ প্রতিরোধ হচ্ছে বলে দাবি নিশীথ প্রামাণিকের। পালটা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের।