বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার। তবে বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবারকে ছাড়িয়ে যেতে পারেনি। মঙ্গলবার যেখানে রাজ্যের মধ্যে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে বুধবার এই তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে বুধবার যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি ওপরে ছিল সেগুলি হল উলুবেড়িয়া (৩৯.৩), ব্যারাকপুর (৪১.৫) এবং বালুরঘাট (৪০)। আর যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল তার মধ্যে পানাগড়, ব্যারাকপুর ও বালুরঘাট ছাড়াও রয়েছে, দমদম (৪০) , মেদিনীপুর (৪১), বাঁকুড়া (৪২.১), সল্টলেক (৪০.৩), ক্যানিং (৪০.৪), কলাইকুণ্ডা (৪১), বর্ধমান (৪০.৮), আসানসোল (৪০.৭), পুরুলিয়া (৪০.৭), সিউড়ি (৪১), ঝাড়গ্রাম (৪০)।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন থেকে শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের -এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবারেও উল্লিখিত জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কোনও পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহ আবার কোথাও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তার মধ্যে শুক্রবার থেকে রবিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। গরম ও অস্বস্তির আবহাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। তারপরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি ওপরে এবং পরবর্তী তিনদিনে তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকতে চলেছে।