বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আইপিএলে সপ্তম শতরান পেয়ে গেলেন জস বাটলার। চলতি আইপিএলে দ্বিতীয় শতরান হাঁকিয়ে অপরাজিত থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের এই তারকা।
শেষ বলে উইনিং শট নিলেন বাটলারই। ইডেনে রাজস্থান রয়্যালস কেকেআরকে হারিয়ে দিল ২ উইকেটে।
চলতি মরশুমে এই প্রথম ইডেনে হারল নাইটরা। ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল আর সম্ভব হলো না। এর আগে এত রান তাড়া করে কখনও জেতেনি রাজস্থান রয়্যালস। ফলে রান তাড়া করে নিজেদের সবচেয়ে বড় জয়টিও ইডেনেই ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস।
২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২ রানে প্রথম, ৪৭ রানে দ্বিতীয়, ৯৭ রানে তৃতীয় ও ১০০ রানে চতুর্থ উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তা সত্ত্বেও ৮.২ ওভারে ১০০ রান তুলে ফেলেছিল তারা। যশস্বী জয়সওয়াল ১৯, সঞ্জু স্যামসন ১২, রিয়ান পরাগ ৩৪ ও ধ্রুব জুরেল ২ রান করেন।
৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৪ উইকেটে ১০১। সেখান থেকে ১৪ ওভারে স্কোর গিয়ে পৌঁছয় ৬ উইকেটে ১২৮ রানে। ১৩তম ওভারের প্রথম দুই বলে রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমায়ারকে আউট করেন বরুণ চক্রবর্তী। অশ্বিন ১১ বল খেলে মাত্র ৮ রান করেন।
যদিও ১৫ ওভার থেকেই ফের চালিয়ে খেলতে থাকে রাজস্থান রয়্যালস। ১৫তম ওভারে ১৭ রান দেন বরুণ। ১৬তম ওভারে আন্দ্রে রাসেল ১৭ রান খরচ করে বসেন। ১৭তম ওভারের পঞ্চম বলে রভম্যান পাওয়েলকে (১৩ বলে ২৬) ফেরান সুনীল নারিন। যদিও এই ওভারের প্রথম তিন বলেই ১৬ রান পেয়ে যায় রাজস্থান।
১৮তম ওভারে মিচেল স্টার্ক দেন ১৮ রান। এই ওভারেই ট্রেন্ট বোল্ট রান আউট হন। শেষ ২ ওভারে রাজস্থান রয়্যালসের দরকার হয়ে পড়ে ২৯ রান। ১৯তম ওভারে হর্ষিত রানা ১৯ রান খরচ করে বসেন। ফলে শেষ ৬ বলে জেতার জন্য দরকার ছিল ৯ রান।
শেষ ওভারটি করতে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। প্রথম বলে ছয় মেরে শতরানে পৌঁছেও সেলিব্রেশনে মাতেননি বাটলার। পরের তিন বলে রান নেননি। পঞ্চম বলে ২ রান নেন, তাতে কেকেআরের স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান। শেষ বলে জেতান চার মেরে।
জস বাটলার ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেন। আইপিএলে সপ্তম শতরান হাঁকিয়ে সর্বাধিক শতরানকারীদের তালিকায় চলে এলেন দ্বিতীয় স্থানে। সামনে বিরাট কোহলি, যিনি আটটি শতরান করেছেন আইপিএলে।
সুনীল নারিন ৪ ওভারে ৩০, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৬ ও হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি করে উইকেট নিলেন। বৈভব অরোরার ঝুলিতে ১ উইকেট।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৬ উইকেটে কেকেআর তোলে ২২৩। সুনীল নারিন করেন ৫৬ বলে ১০৯ রান। আবেশ খান ও কুলদীপ সেন ২টি করে এবং ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল নেন ১টি করে উইকেট।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল রাখল রাজস্থান রয়্যালস। কেকেআরের ৬ ম্যাচে ৮ পয়েন্ট। নাইচদের পরের ম্যাচ রবিবার ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।