বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাম নবমীকে কেন্দ্র করে সতর্ক পুলিশ প্রশাসন। বুধবার সকাল থেকে থাকবে বাড়তি পুলিশ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অন্যান্য দিনের তুলনায় রাস্তায় অতিরিক্ত পুলিশ কর্মীদের মোতায়েনের সিদ্ধান্ত লালবাজারের। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও রাস্তায় থাকবেন বলে জানা গিয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, বুধবার রামনবমীর (Ram Navami 2024) দিন আড়াই হাজার পুলিশ কর্মী রাস্তায় থাকবেন। পাশাপাশি সশত্র বাহিনীকেও মোতায়েন করা হবে। পাশাপাশি শহরের প্রত্যেক থানার বাইরে হেভি রেডিও ফ্লাইং স্কোয়ার্ডের একটি টিমকে তৈরি রাখা হবে।

যে কোনও ঘটনায় যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সেজন্যেই লালবাজারের তরফে এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। যা খবর, শহর এবং শহরতলির একাধিক জায়গা থেকে মিছিল (Ram Navami 2024) বের হবে। সেই তালিকায় অবশ্যই শ্যামবাজার,বড় বাজার, পোস্তা, শিয়ালদহের মতো বড় রাস্তা রয়েছে।

যদিও কোনও রাস্তা বন্ধ থাকছে না। অবস্থা দেখে ব্যবস্থা কলকাতা পুলিশ নেবে বলেই খবর। তবে মিছিলের কারণে সাময়িক বন্ধ থাকলেও রে তা খুলে দেওয়া হবে বলেই এখনও পর্যন্ত তা ঠিক আছে বলে খবর। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার উপরেও গোয়েন্দাদের বিশেষ নজরদারি চলবে। উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে এই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার প্রথম দফার নির্বাচন। এর মধ্যেই রামনবমী (Ram Navami 2024) । যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) । কোনও ধরনের অশান্তির ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনাও নেওয়ার কথা বলা হয়। এমনকি এই বিষয়ে পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বার্তাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *