বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথম দফার ভোটের প্রচার প্রায় শেষের পথে। ময়নাগুড়ির সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সুর চড়িয়েছেন। তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। বিজেপি-ইডি-সিবিআই ভাইভাই বলে দাবি করেছেন মমতা। এমনকী ইডি-সিবিআই-এনআই সব বিজেপির ভয়ে চলে যাচ্ছে।

ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে ফের সরব হয়েছেন তিনি। তিনি সরাসরি মোদী সরকারকে নিশানা করে বলেছেন নোটবন্দি-পিএমকেয়ারের নামে টাকা লুঠ করেছে বিজেপি। বিজেপি পকেটমার মাফিয়া দল। সবচেয়ে বড় চোর বিজেপি। দুর্নীতির তদন্তে ৩৫০ কোটি পাঠিয়েছে কী হয়েছে। এখনও একটি দুর্নীতিও প্রমাণ করতে পারেনি।

রামনবমী নিয়ে ফের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যা অভিযোগ করেছেন ১৯ তারিখ ভোট। তার আগে ১৭ তারিখ রাম নবমী। সেদিন দাঙ্গা করার পরিকল্পনা করা হচ্ছে। ভোটের আগে রাজ্যে অশান্তি ছড়ানোর চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন দাঙ্গা করে অশান্তি ছড়িয়ে ভোট করতে চাইছে বিজেপি।

সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় এজেন্সি এখন বিজেপির ভাইয়ে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন রাজ্যে ৩৫০টি টিম পাঠিয়েছে মোদী সরকার কিন্তু দুর্নীতি প্রমাণ করতে পারেনি। সত্যিই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে প্রমাণ করে দেখাক বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা আটকে দেওয়ার অভিযোগ করেছেন মমতা।

একই সঙ্গে এদিন তিনি ময়নাগুড়ির বািসন্দাদের জানিয়েছেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কারোর কোনও জোট নেই। দিল্লিতে জোট করে লড়ছে তারা। কিন্তু বাংলায় কোনও জোট নেই। রাজ্যে কংগ্রেস-সিপিএম সব বিজেপি করে। কাজেই অন্য কাউকে ভোট দিয়ে যেন তাঁর ভোট নষ্ট না করেন সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এনআরসি এবং সিএএ নিয়েও সরব হয়েছেন তিনি। কোনও ভাবেই রাজ্যে সিএএ এবং এনআরসি তিনি হতে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *