বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেন মরিয়া। উত্তরবঙ্গ তাঁকে গত লোকসভা নির্বাচনে ফিরিয়ে দিয়েছে। বিজেপি প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে। এবার সেই উত্তরবঙ্গেই জোড়া ফুল ফোটাতে দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূল সুপ্রিমো।

মঙ্গলবারও ময়নাগুড়ি সভামঞ্চ থেকে জন সংযোগ করলেন তৃণমূল নেত্রী। ধামসা মাদলের তালে আদিবাসী রমণীদের সঙ্গে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস শুরু হওয়ার পর থেকেই নিয়মিত প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং তিন আসনে ধারাবাহিকভাবে প্রচার করছেন নেত্রী।

সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। নতুন করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এই আবেদন করছেন তৃণমূল নেত্রী। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই পাহাড়ের জন সংযোগের উপরে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনেও ভালো ফল করেছিল বিজেপি। তবে কোচবিহার উপ নির্বাচনে পর থেকে কোথাও তৃণমূলের দিকে একটু ঝুঁকেছে মানুষ।

আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে প্রচার ও জনসংযোগে জোর দিচ্ছেন। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। কখনও জলপাইগুড়ির রাস্তায় তাঁকে হাঁটতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তৃণমূল নেত্রী। আবার নববর্ষের অনুষ্ঠান পাহাড়ে উদযাপন করছেন তিনি। শুধু তাই নয়, পথেই ধামসা মাদলের তালে রমণীদের সঙ্গে পায়ের ছন্দ মিলিয়েছেন তৃণমূল নেত্রী।

আগে পাহাড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোমো বানাতে দেখা গিয়েছে। পাহাড়ের বাগানে চা পাতা তুলতেও দেখা গিয়েছে তাঁকে। সাধারণ বাচ্চাদের সঙ্গে পাহাড়ের রাস্তায় মিশে কথা বলেছেন। আরও বেশি করে ভোটের মরশুমে মানুষের কাছে পৌঁছানোতে জোর দিচ্ছেন তিনি।

শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। শুধু তাই নয়, সভামঞ্চ থেকেও সাধারণ মানুষের জন্য বার্তা দিচ্ছেন তিনি। উত্তরবঙ্গ বিজেপির কাছে এবারও পাখির চোখ। নিজেদের আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা করেছেন। আগামী দিনেও করবেন। কিন্তু মোদী বিরোধিতা, বিজেপির বিরুদ্ধে সওয়াল করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *