বেঙ্গলওয়াচ নিউজ ডেস্ক : “আমার বুথে আমি সাথি ” এ নিয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের বোঝানো হয় তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি কি করতে চলেছে।
শিলিগুড়ি শহরে এবার দুদিন ভোট। যেসব ওয়ার্ড জলপাইগুড়ি জেলার অন্তভুক্ত সেই ভোট হবে উনিশ তারিখ। তাই প্রচারে বিভক্ত হয়ে ভোট চাইতে মানুষের কাছে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। এদিন জেলা সভাপতি কর্মীদের উৎসাহীত করেন। তৃণমূল এবং বিজেপীর প্রচার এবারে জলপাইগুড়িতে চরম প্রতিদন্ধীতার মধ্যে দিয়ে হতে চলেছে। তাই এবারে দুপক্ষের দুপক্ষকে মাত করতে উঠেপড়ে লেগেছেন। এদিন প্রচারে তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে আগামীদিনে তৃণমূল কংগ্রেস এর কি পরিকল্পনা আছে সেটা নিয়েও বাসিন্দাদের অবগত করে দেওয়া হয়।