বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই শিলিগুড়িতে প্রচারে গোপার লামা। আজ সকাল থেকেই তিনি প্রচারে নেমে যান যুব তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে।
এদিন গোপাল লামা পৌছালে তাকে নিজেদের সমস্যার কথা জানান স্থানীয় মানুষ। গোপাল লামা মন দিয়ে শোনেন তাদের অভিযোগ। তিনি জানান আমাকে আমাদের মুখ্যমন্ত্রী যে যে দায়িত্ব দিয়েছেন আমি নিজেকে গর্বিত মনে করছি, আমি আশা করি আমাদের মুখ্যমন্ত্রীর মান আমরা রাখতে পারবো। তিনি আরো জানান বাংলার মানুষের কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলি প্রকল্পের কথা মানুষের সামনে এনে তুলে ধরেছেন। যে প্রকল্পগুলির বাস্তবায়ন মানুষের বিশেষ করে সাধারন মানুষের কাছে প্রচণ্ডভাবে প্রয়োজনীয়। বিজেপী বাংলা দখল করতে নানাভাবে নানান কুটনৈতিক চাল অবলম্বন করতে চলেছে। ওরা সেন্ট্রালে আছে আর যা ইচ্ছে তাই করে চলেছে ওরা। আবার যদি ওরা ক্ষমতায় ফেরে তবে সাধারন মানুষের আর স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। আমাদের বাংলাকে আমাদের মুখ্যমন্ত্রী হাতের তালুর মতন চেনেন, তিনি ভালোভাবেই জানেন কোনটা বাংলার জন্য ভালো এবং কোনটা খারাপ। তাই বাংলাতে নিজেদের নিরাপদ রাখতে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এদিন গরম থাকলেও প্রতিটি বাড়িতে বাড়িতে পৌছে যান গোপাল লামা।