বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে তুলকালাম। রাতারাতি বড়মার ঘরের তালা ভেঙে ঢোকার অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। প্রতিবাদে আজ ঠাকুরনগরে ধরনায় বসছেন মমতাবালা ঠাকুর। এদিকে মতুয়া মহাসঙ্ঘের উত্তরাধিকারী দাবি করে হাইকোর্টে যাচ্ছেন শান্তনু ঠাকুর।

গতকাল রাত থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে ঠাকুরনগরে। রাতে বড় মার ঘরের দখল নেওয়ার জন্য তালা ভাঙেন শান্তনুঠাকুরের অনুগামীরা এমনই অভিযোগ উঠেছে। ভক্তরা তালা ভেঙে ভেতরে ঢোকেন। শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন দীর্ঘদিন বড়মার ঘরের তালা খোলার জন্য বলা হয়েছে কিন্তু কিছুতেই তালা খোলা হয়নি।

তারপরেই মমতাবালা ঠাকুর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই ঠাকুরবাড়িতে পৌঁছে যায় গাইঘাটা থানার পুলিশ। এই সময় ঠাকুরনগরে বারুণী মেলা হচ্ছে। তারমধ্যে শান্তনু ঠাকুর এবং তাঁর অনুগামীদের এই কীর্তিতে উত্তেজনা চরমে ওঠে। শান্তনু ঠাকুরের অনুগামীরা বড়মার ঘর হেরিটেজ ঘোষণা করার দাবি জানিয়েছেন। শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন বড়মা মারা যাওয়ার পর ১২ বছর ধরে তাঁর ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। মমা বালা ঠাকুর সেই ঘরে কাউকে ঢুকতে দেননি বলে অভিযোগ।

লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়িতে এই গৃহদাহ ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অন্যাদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতাবালা ঠাকুর। একদিকে পারিবারিক বিবাদ অন্যদিকে রাজনৈতিক বিবাদ দুই মিলে মিশে গিয়েছে ঠাকুরবাড়ির ক্ষমতায়নের দ্বন্দ্বে। কে নেবেন বড়মার ঘরের দখল এই নিয়ে গতকাল রাত থেকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

মমতা বালা ঠাকুর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার করতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদের এই কীর্তিতে রীতিমতো সরগরম ঠাকুরনগর। রাতেই সাংবাদিক বৈঠক করেন মমতা বালা ঠাকুর। তিনি পাল্টা শান্তনু ঠাকুরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। বড়মা অর্থাৎ বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। তিনি ঠাকুমার ঘরে যেতেই পারেন কিন্তু এভাবে যাবেন কেন। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা শান্তনু ঠাকুর দাবি করেছেন মমতা বালা ঠাকুর তাঁর ঠাকুমার ঘর দখল করে বসে রয়েছেন ১২ বছর ধরে। সেখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না তিনি।

এদিকে মতুয়ামহাসঙ্ঘের উত্তারাধিকারীর দাবিতে হাইকোর্টে যাচ্ছেন শান্তনু ঠাকুর। বীণাপাণি দেবীর ঘরে তালা ভেঙে ঢোকার অভিযোগে আজ ধর্নায় বসার হুমকি দিয়েছেন মমতাবালা ঠাকুর। পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুরও। লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়িতে এই দ্বন্দ্ব ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *