বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। দুর্গাপুরের ফুলঝোড়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্র চলাকালীন তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় সেখানে।
বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। দিলীপ ঘোষ ও বিজেপি’র নেতাকর্মীরা তাদের পাল্টা “পিসি – ভাইপো চোর, তৃণমূল চোর ” স্লোগান দিতে থাকেন। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিস আসলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। পুলিস পরিস্থিতি সামাল দেয়।
‘ গো- ব্যাক’ স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেই সব কথা শোনেনি। মহিলাদের অসম্মান করেছে বলে অভিযোগ। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলের কিছু মহিলা সেই জন্য এসেছিলো ঝামেলা করতে।
এর প্রতিবাদে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করেন। তাঁরা অভিযোগ করেছেন পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। এর বিরুদ্ধে পদক্ষেপ করতেই হবে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক। বর্ধমানে পা রেখেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিয়ে কুমন্তব্য করেছিলেন তিনি। তারপরেই নির্বাচন কমিশন তাঁকে শোকজ করে।
এই কেন্দ্রে বিজেপির প্রতিপক্ষ কীর্তি আজাদ। কীর্তি আজাদকে বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। কীর্তি বর্ধমান জেলার কিছুই জানেন না। তিনি প্রাক্তন ক্রিকেটার এখন আর পিচে রান তুলতে পারবেন না বলে কটাক্ষ করেছিলেন দীলিপ ঘোষ। যদিও মেদিনীপুর কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করা বিজেপির বড় চ্যালেঞ্জ তাতে কোনও সন্দেহ নেই। প্রথমে তিনি একেবারেই রাজি হচ্ছিলেন না। পরে দফায় দফায় আলোচনার পরে তিনি রাজি হন।
দুর্গাপুরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। এদিকে রকাজ্যে এনআইএ তল্লাশি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেছেন সীমান্তে যেমন সার্জিকাল স্ট্রাইক হয়। এই রাজ্যেও সার্জিকাল স্ট্রাইক হচ্ছে। আগামী দিেন আরও সার্জিকাল স্টাইক হবে বলে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন তিনি।রাজ্য জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি , সিবিআই, এনআইএ সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। তার প্রেক্ষিতেই দিলীপের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।