বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টানা পাঁচদিন ধরে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে। এর ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সম্ভাব্য কালবৈশাখীর কারণে বিভিন্ন জেলায় হলদু সতর্কতার পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যার ফলে ছয় থেকে দশ এপ্রিলের মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে কালবৈশাখী হতে পারে। যার বেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সবকটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ওইদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রায় সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এই সময় ঝড়বৃষ্টির ফলে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। এছাড়া কাঁচা বাড়িরও ক্ষতি হতে পারে।