বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিরোধীদের ইন্ডিয়া জোট কোথায়? রাজ্যে তৃণমূল সিপিএম কংগ্রেসের মধ্যে কেন জোট বন্ধন হল না? এই বিষয়ে ফের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দিয়েছে। মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের বিরুদ্ধেও তৃণমূল লড়াই করছে। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে প্রথম রাত কাটিয়ে ফেলেছেন। বিরোধীরা দাবি করছে লোকসভা ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতার হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ তাদের মতামত প্রকাশ করবে। এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো কটাক্ষ করলেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা পাঁচ রাজ্যের ভোট নিয়ে যথেষ্ট উত্তেজিত ছিলেন। সেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসলে সেমি ফাইনাল ছিল। লোকসভা ভোটে নরেন্দ্র মোদী হারবেন। এমনই কথা বলা হচ্ছিল। কিন্তু পাঁচ রাজ্যের ফলাফলে দেখা গিয়েছে বিজেপি ভালো ফল করে ফিরে এসেছে ক্ষমতায়। ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

আগামী লোকসভা নির্বাচনে মানুষ নরেন্দ্র মোদীর পক্ষেই তাদের রায় দেবেন। চারশোর বেশি আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। ইন্ডিয়া জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
এই রাজ্যের বিরোধীদের জোট সম্পর্কেও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জোট করেনি। একাই ৪২টি আসনে লড়াই করছে তারা। এদিকে খাতায়-কলমে এখনও বাম কংগ্রেসের মধ্যেও সমঝোতা হয়নি। তবে কংগ্রেস ও সিপিএম একে অপরের বিরুদ্ধে প্রার্থীও দেয়নি। এইসব নিয়েই বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী।

অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। মহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে লড়াই করছেন। সেখানে তৃণমূল কংগ্রেস আবু তাহেরকে প্রার্থী করেছেন। ইন্ডিয়া জোটের ভূমিকা কোথায়? প্রশ্ন তুলেছেন শুভেন্দু। মানুষ নরেন্দ্র মোদীর পক্ষেই রয়েছেন। তারা বিজেপিকে ভোট দেবেন। এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *